বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত ভর্তির আবেদনের ফলপ্রকাশ করা হয়েছে।

সোমবার দুপুরে ববি উপাচার্যের কক্ষে এই ফল প্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছেন। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪৪০টি আসনের বিপরীতে সর্ব মোট বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন বিভাগে ৩৫ হাজার ৭৯২ জন আবেদন করেছেন।

এই আবেদনে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ২০ হাজার ৫৬৮ টি, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯ হাজার ৩২২ টি এবং ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৫ হাজার ৯০২ টি আবেদন পরে।

এর মধ্যে ছেলে প্রার্থী ছিল ২১ হাজার ৬০৩ জন ও মেয়ে প্রার্থী আবেদন করেছিলেন ১৪ হাজার ১৮৯ জন। প্রতি আসনের বিপরীতে ২৪ দশমিক ৮৬ জন প্রার্থী আবেদন করেছেন। তার মধ্যে ঢাকা বোর্ডের সর্বোচ্চ আবেদন করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।