রাজধানীর সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ৩০ অক্টোবরের পরিবর্তে আগামী ১৩ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অনিবার্য কারণবশত ৩০ অক্টোবরের পরিবর্তে আগামী ১৩ নভেম্বর ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১ সেপ্টেম্বর সাত কলেজে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। ২৯ অক্টোবরের পরিবর্তে ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।