আশিকুর রহমান আদনান জবি প্রতিনিধিঃ আজ ৭ই সেপ্টেম্বর ২০২১ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডীনদের সাথে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এর বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ৭ই অক্টোবর ২০২১ তারিখ থেকে স্বশরীরে সেমিস্টার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে কলা অনুষদের ডীন অধ্যাপক ড. চন্ধল কুমার বোস বলেন, আগামী মাসের ৭ই অক্টোবর ২০২১ থেকে স্বশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না থাকে তবে সেদিন থেকেই অনলাইনে পরিক্ষা শুরু হবে।
শীঘ্রই প্রশাসন থেকে বিস্তারিত জানানো হবে। এর আগেও ১০ ই আগস্ট ২০২১ তারিখ থেকে স্বশরীরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরিক্ষা স্থগিত করা হয়েছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।