স্টাফ রিপোর্টারঃ   শিক্ষা বিভাগের বহুল আলোচিত চেক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি টাকা লোপাটের ঘটনায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন ও সচিব অধ্যাপক  এ এম এইচ আলী আর রেজাকে ওএসডি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই দুই কর্মকর্তাকে যশোর শিক্ষাবোর্ড থেকে প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

একই সময়ে অপর এক আদেশে যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আহসান হাবীবকে যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং রাজশাহী শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক সরকারকে সচিব হিসেবে নিযুক্ত করা হয়।

উল্লেখ্য যে, চেয়ারম্যান ও সচিব  এর যুগ্ম স্বাক্ষরে ৩৬টি চেকের মাধ্যমে যশোর শিক্ষা বোর্ডের ৭ কোটি টাকা লোপাট করা হয়েছে। লেকগুলোর মূল অংশে টাকার অংশ কম দেখানো হলেও ব্যাংকের অংশে বেশি লিখে এসব টাকা লোপাট করা হয়েছে বলে জানা গেছে। এ অভিযোগের ভিত্তিতে দুকক তদন্ত পূর্বক মামলা দায়ের করেছে।