শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বাড়ানোর বিষয়ে সরকারি কোন নিষেধাজ্ঞা না আসলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকেই সশরীরে ক্লাস শুরু করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম সীমিত পরিসরে চলমান রয়েছে। করোনার বিরূপ পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা অনুসারে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু সশরীরে ক্লাস বন্ধ রাখা হয়েছে। যদি সরকারিভাবে ছুটি বাড়ানোর আর কোন নির্দেশনা না আসে তাহলে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। তাছাড়া বিভিন্ন বিভাগের যে পরীক্ষাগুলো চলমান রয়েছে, তা পূর্ব ঘোষিত রুটিন মোতাবেক চলবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।