পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২ জুলাই থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটি উপলক্ষে ক্যাম্পাস বন্ধের দুদিন আগেই ৩০ জুন (বৃহস্পতিবার) সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ০২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় ৩০ জুন সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হলো। ছুটি শেষে ১৫ জুলাই সকাল ১০ টায় হলসমূহ খুলে দেয়া হবে। এছাড়া আগামী ২ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর।