একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজ ও মাদ্রাসায় আবেদনের সময় আরও দুইদিন বেড়েছে। আগামীকাল (১৬ জানুয়ারি) এবং পরশু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে প্রথম দফার আবেদন নেওয়া শেষ হবে শনিবার মধ্যরাতে। কারিগরি কলেজ (বিএম) একাদশ শ্রেণিতে আগামী ১৪ ফেব্রুয়ারি আর বিভিন্ন পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেয়া হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, প্রথম দফার আবেদনের সময় ছিল শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।#
কিন্তু শিক্ষার্থীদের সুবিধার্থে দুইদিন বাড়ানো হয়েছে। ১৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত তারা আবেদন করতে পারবে। এরপর নীতিমালা অনুযায়ী আবেদন যাচাই শেষে শিক্ষার্থীদের মাঝে কলেজ বণ্টন করা হবে। শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কলেজ বণ্টনের ক্ষেত্রে একমাত্র মানদণ্ড হিসেবে কাজ করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।