কওমি মাদ্রাসাসহ দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
তিনি বলেন, ‘কওমি মাদ্রাসাগুলোকে একটি বোর্ডের অধীনে এনে নিয়ন্ত্রণ করতে হবে। কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা করা এবং সেগুলোকে সরকারের নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনা অপরিহার্য।’
রোববার (২৩ জানুয়ারি) সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ (ঢাকা-১১) এর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এ লক্ষ্যে বিদ্যমান ছয়টি পৃথকভাবে পরিচালিত বোর্ডের সমন্বয়ে একটি নীতিমালা প্রণয়ন এবং একটি একক কওমি শিক্ষা বোর্ড গঠনের বিষয়টি সরকারের পর্যালোচনায় রয়েছে।’
দীপু মনি আরও বলেন, ‘সারা দেশে এখন ১৯ হাজার ১৯৯টি কওমি মাদ্রাসা রয়েছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।