বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালির জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ এ বিশ্বাসী প্রগতিশীল আওয়ামীপন্থী শিক্ষকবৃন্দের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল (একাংশ) কর্তৃক ২৮ সেপ্টেম্বর (বুধবার) কেক কেটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদাযাপন করে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে তার দীর্ঘজীবন ও গতিশীল নেতৃত্বের ধারা বজার রাখার জন্য জবি নীলদলের শিক্ষকবৃন্দ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম. লুৎফর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদনের সভাপতি অধ্যাপক ড. মো জাকির হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সঞ্চলনা করেন জবি নীলদলের সাধারণ সম্পাদক ড. নাফিস আহমদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেট কাটা ও আনন্দঘন পরিবেশে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন পালিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।