জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মুসা মিয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে ৩০ বছর বয়সেই রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিউদ্দিনের মতে ২৮ সেপ্টেম্বর (বুধবার) আনুমানিক রাত দেড়টার সময় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মুসার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়।
মুসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (National Institute of Textile Engineering & Research- NITER) নিটারের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও মুসা বিশ্ববিদ্যালয় থাকাকালীন সময়ে ম্যানেজমেন্ট ক্লাব এবং ক্যারিয়ার ক্লাবের সাথে সক্রিয় ছিলেন।
এদিকে মুসার মৃত্যুতে পরিবার, বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কিছুতেই তার এ মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার এবং সহপাঠীরা।
সাবেক এ শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিউদ্দিন বলেন, মুসার মৃত্যুর খবর শুনে আমরা অত্যন্ত শোকাহত। মুসা ছোটবেলা থেকে অনেক মেধাবী এবং পরিশ্রম করে বড় হয়েছেন।
তিনি আরও বলেন, মুসার স্ত্রী যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের একজন সাবেক শিক্ষার্থী। সেহেতু আমরা সবসময় মুসার পরিবারের পাশে থাকবো এবং যে কোনো কাজে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।