দিনাজপুরের খানসামায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন (রবিবার) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ হাসানের সভাপতিত্ব ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম.এ মান্নানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসারগণ মোঃ আবু মোতালেব, অনুপম ঘোষ, মোঃ সাখাওয়াত হোসেন, সহজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম,গোবিন্দপুরের প্রধান শিক্ষক কামরুন নাহার ছবি প্রমুখ।
উল্লেখ্য,অনুষ্ঠানের আগত প্রত্যেক অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার ১৪৩টি বিদ্যালয়ের ১০৭টি বিদ্যালয়কে ওয়াইফাই রাউটার প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।