খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম আবৃত্তি সংগঠন ‘ওংকার শৃণুতা’র উদ্যোগে দুই পর্বের দিনব্যাপী একটি আবৃত্তি নির্মাণ, প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের উঠানে অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. দুলাল হোসেন এবং বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে ছিলেন দেশবরেণ্য আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক কাজল ইসলাম।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ক্যাম্পাসের বাইরে থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। কর্মশালাটির প্রথম পর্বে (সকাল ১০ টা থেকে দুপুর ১টা) পর্যন্ত প্রশিক্ষন দেন ড. মো. দুলাল হোসেন এবং দ্বিতীয় পর্ব (দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত) প্রশিক্ষন দেন কাজল ইসলাম।
উক্ত  অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, কর্মশালার প্রশিক্ষক ড.মো.দুলাল হোসেন। তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর উচিত আবৃত্তি বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করা।

তিনি ছাড়াও আরও ছিলেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক কাজল ইসলাম। তিনি চমৎকারভাবে কর্মশালা করান এবং আবৃত্তির জন্য সাংগঠনিক যে কোনো সহযোগিতায় তিনি ওংকার শৃণুতার পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ওংকার শৃণুতার প্রধান সমন্বয়ক মো. মোজাহিদুল ইসলাম। তিনি বলেন, ওংকার শৃণুতা পরিবারের লক্ষ্য আবৃত্তিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া আর এই প্রয়াসেই খুবি শিক্ষার্থী সহ খুলনা অঞ্চলের শিক্ষার্থীদের একত্রিত করে কর্মশালার আয়োজন করা হয়েছে। আবৃত্তিকে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরও নান্দনিক কিছু কাজ করবে ওংকার শৃণুতা।