খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (কেইউসিসি) ও গ্লোবাল এডুকেশন এক্সপার্ট এর যৌথ আয়োজনে ‘বিদেশে উচ্চ শিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানশাইন গ্রামার স্কুলের প্রিন্সিপাল সামির গাজী রহমান। তিনি বলেন, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন রিকোয়ারমেন্ট প্রয়োজন। এই রিকোয়ামেন্ট পূরন করার জন্য আমাদের এখন থেকেই গোছালো প্রস্তুতি নিতে হবে। যাতে আমাদের ভবিষ্যৎ উচ্চ শিক্ষা কোনো বাধা প্রাপ্ত না হয়।

অনুষ্ঠানে জুমে যুক্ত থেকে বক্তব্য রাখেন জি আর ই সেন্টারের প্রতিষ্ঠাতা ড. মামুন রশীদ। তিনি বলেন, আমাদের উচ্চ শিক্ষার জন্য সিজিপিএ এর পাশাপাশি গবেষনাকেও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোডিও লিমিটেড, বাংলাদেশ এর চেয়ারম্যান সুমন মোল্যা সেলিম। তিনি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার পাশাপাশি কীভাবে ভালো চাকরি পাওয়া যায় তার দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠাতা এবং গীতাঞ্জলি ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সুমন সাহা।