খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত কেস অন কোয়ালিটি এডুকেশন ‘মাইন্ড দা হ্যাক’ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতাটির সর্বশেষ পর্ব অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়।
এদিন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রবিষয়ক পরিচালক (ভারপ্রাপ্ত) মোহম্মদ রকিবুল হাসান সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোহম্মদ শরিফুল ইসলাম।
প্রতিযোগিতার আলোচ্য বিষয় হিসাবে রাখা হয় গুনগত শিক্ষা, গ্ৰামীণ শিক্ষার্থীদের সমস্যা, শিক্ষাক্ষেত্রে সুযোগ , শিক্ষা ও সীমাবদ্ধতা এবং এসকল কঠিন পরিস্থিতি মোকাবেলায় সঠিক সমাধান। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম, হেড অফ কমিউনিকেশন, ইউএনডিপি, বাংলাদেশ এবং ফারহানা আক্তার, টেক ইনোভেশন স্পেসালিস্ট, আনসাং হিরোস, ভেঞ্চার ফর হিউম্যানিটি।
উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন হয়েছে টিম ‘lab Rats’ নিশাত জাহান নাদিরা, সুমাইয়া আফরিন অর্থি, জারিন তাসনিম ও তুর্য সাহা এবং রানার্সআপ হয়েছে টিম ‘The Fix It Force’ ইমন কাজী, জি.এম. রাকীব, শিউলী চাকমা।
এছাড়া অনুষ্ঠানের কী-নোট স্পিকার হিসেবে ছিলেন সাদমান সাদিক- কোর্স ইন্সট্রাকটর, ১০ মিনিট স্কুল। তিনি ছাত্রজীবনে থাকাকালীন কিভাবে ভবিষ্যতের নীল নকশা আঁকতে হয় সেসব বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির সভাপতি শাহারিয়ার ইসলাম। তিনি বলেন, ‘আমরা আশাকরি কেরিয়ার ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি আয়োজিত মাইন্ড দ্যা হ্যাক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তন ক্ষমতাকে আরো শানিত করে বাস্তব জীবনে নানা সমস্যা সমাধানে এগিয়ে থাকবে।আশাকরি ভবিষ্যতেও কাজের এ ধারা অব্যাহত থাকবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।