খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের নতুন প্রধান নিযুক্ত হয়েছেন একই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক হাফিজ আহমেদ। গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
হাফিজ আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন। ২০১৭ সালের ১ জানুয়ারি খুবির ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শুরুতেই লেকচারার হিসেবে যোগদান করেন। ২০১৮ সালের ৩১ অক্টোবর সহকারী অধ্যাপক পদে পদন্নোতিপ্রাপ্ত হন। এর আগে তিনি নর্থ বেঙ্গল ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে পাঠদান করেন।
এই ডিসিপ্লিনের সদ্য বিদায়ী প্রধান ছিলেন ড. মোঃ দুলাল হোসেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তিনি ২০১৯ সাল থেকে এই পদে দায়িত্ব পালন করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।