খুলনা বিশ্ববিদ্যালয়ের এইচআরএম ডিসিপ্লিনের ১৮ ব্যাচের ফেয়ারওয়েল ও ২২ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান আজ শনিবার সকাল ১০.০০ টায় সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) ড: মো: নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাবস্থাপনা এবং ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড: মো: নূর উন নবী।
অনুষ্ঠানের রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন হিমাদ্রি শেখর হর এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক চৌধুরী হাসানুল পান্না। তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের করণীয়, ব্যাংকের চাকরির সুযোগ সুবিধা, সঠিকভাবে সময় ব্যাবহারের গুরুত্ব ইত্যাদি বিস্তারিত ভাবে আলোচনা করেন।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ১৮ ব্যাচের.
বৃত রায় , ২২ ব্যাচের আফসানা আক্তার তুলী,
ইফফাত আরা জাহান নিশি । অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী রাইসা আতিয়া ঐশি, জেরিন রাফা, মেহেদি হাসান অনিক ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। এছাড়াও
সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষ্যে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।