২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৭ অক্টোবর থেকে শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা চলবে ২৭ অক্টোবর পর্যন্ত এ বছর বাড়ানো হবে না আবেদনের সময়। ১৪ অক্টোবর পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মো. ইমদাদুল হক।
তিনি বলেন, ইউনিট প্রতি নির্দিষ্ট ফি দিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট পছন্দক্রম দিবে। একজন শিক্ষার্থী কতটি বিশ্ববিদ্যালয়ে চয়েজ দিতে পারবে জানতে চাইলে তিনি বলেন এবার একজন শিক্ষার্থী চাইলে ২২টি বিশ্ববিদ্যালয়ের সবগুলোতেই আবেদন করতে পারবে। এ জন্য ইউনিট প্রতি তাকে ৫শ টাকা ফি দিতে হবে। শিক্ষার্থীদের আবেদন প্রেক্ষিতে তাদের পছন্দনীয় বিশ্ববিদ্যালয় তারা নিশ্চিত করবে এর পর ৫হাজার টাকা প্রাথমিক ফি দিতে হবে তারপর চূড়ান্ত ভর্তির সময় পূর্বের দেওয়া ৫হাজার টাকার সাথে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে সে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অবশিষ্ট ফি দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
একজন শিক্ষার্থী তার পছন্দক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় না আসলে সে ভর্তি হতে পারবে না এ জন্যই ২২টি বিশ্ববিদ্যালয়ের আবেদন সুযোগ রেখেছে কর্তৃপক্ষ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমেদ জানান, একজন শিক্ষার্থী তার সিরিয়াল অনুযায়ী বুঝতে পারবে আবেদনের প্রেক্ষিতে আসলে কোন বিষয়ের জন্য যোগ্য। সে যখন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গুলোতে দেয়া নির্দেশনা দেখবে তখনি আসলে বুঝতে সক্ষম হবে।
এ বছর এসএসসি ও এইচএসসির পরীক্ষার নাম্বার ভর্তি ক্ষেত্রে যুক্ত হবে কি না এ ব্যাপারে শাবিপ্রবি উপাচার্য বলেন, এটা একেক বিশ্ববিদ্যালয়ের একক সিদ্ধান্ত, তারা কেউ চাইলে যুক্ত করবে, কেউ না ও রাখতে পারে।
এ বছর গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো— জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।