ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেল নিহতের ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১ টার দিকে ক্যাম্পাসে আসেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি শিক্ষার্থীদের দাবিগুলো শোনেন এবং তাদের আশ্বস্ত করেন।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার রাত পৌনে দুইটার দিকে শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে গ্রহণ করেন। জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন,

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে ছিলো ভারপ্রাপ্ত প্রক্টরের পদত্যাগ, উপাচার্য তা মেনে নিয়েছেন। তবে এখনও তা গেজেট হয়নি। আজকের মধ্যেই গেজেট হয়ে যাবে। অন্যান্য দাবিগুলোর মধ্যে ট্রাক চালক গ্রেফতার, লাইটের ব্যবস্থা, রাস্তার উন্নয়ন, বহিরাগত প্রবেশ বন্ধ, শিক্ষার্থীর পরিবারের ক্ষতিপূরণ এগুলোও উপাচার্য মেনে নিয়েছেন। তবে শিক্ষার্থীরা ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন, এটা নিয়ে আজ আবার বসে সিদ্ধান্ত হবে।

 

কলমকথা/বি সুলতানা