জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জবি সাদা দল।

সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড মোঃ র‌ইছ উদ্দীন গভীর শোক প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে বলেন, অধ্যাপক ড. ইমদাদুল হক ছিলেন এক ব্যতিক্রম ধর্মী উপাচার্য, যিনি দল মতের উর্ধ্বে সকলকে নিয়ে জগন্নাথকে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রয়াস চালিয়েছিলেন।

তার দায়িত্ব কালীন সময়ে অনেক নীতিমালা প্রণয়ন করে তিনি জবিকে একটি শক্তিশালী নীতির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন।সর্বোপরি তিনি ছিলেন মানবিক,সততা ও উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর দেখানো পথে জবি যেন এগিয়ে যায় এ প্রত্যাশাও ব্যক্ত করেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১১ নভেম্বর ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ক্যাম্পাসে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাযা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।