জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আজ প্রথম দিন। বিশ্ববিদ্যালয়ের ৩টি চলচ্চিত্র সংগঠন (চলচ্চিত্র আন্দোলন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি) একসাথে প্রথমবারের মতো এ স্বাধীন চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।

শুক্রবার (১০ জুন) শুরু হওয়া উৎসবটি ১২ জুন পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে। উৎসবটিতে ২০টি দেশের ১৬৫ টি স্বল্পদৈর্ঘ্য ছায়াছবির মধ্যে থেকে ২৫টি ছবি প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়। চলচ্চিত্র নির্বাচন প্যানেলে ছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার অমিতাভ রেজা চৌধুরী, নুরুল আলম আতিক ও প্রসূন রহমান।

তিন দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবে সম্মাননা দেওয়া হবে প্রখ্যাত নির্মাতা কাজী হায়াৎ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং খ্যাতনামা অভিনেতা হুমায়ুন ফরিদীকে।

উৎসবটি উপলক্ষে ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ নির্বাহী পর্ষদ গঠিত হয়েছে। যার আহবায়ক হিসেবে আছেন শামসুজ্জোহা স্থির এবং উৎসব প্রধান হিসেবে আছে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী।