দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী দুই সপ্তাহের (৬ ফেব্রুয়ারি পর্যন্ত) জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারের এ সিদ্ধান্তের সাথে মিল রেখে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। তবে সেশনজট নিরসনে রোববার (২৩ জানুয়ারি) থেকে অনলাইন ক্লাস চলমান থাকবে। তবে এই মূহুর্তে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধের কথা ভাবছে না ঢাবি প্রশাসন।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রজ্ঞাপন জারির পর গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে একথা জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।