পাওনা টাকার দাবিতে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশামার্ট কার্যালয়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বনানীতে অবস্থিত আলেশামার্টের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন প্রায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার পাওনা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জানিয়ে শিক্ষার্থী জানান, বুধবার সকালে চেয়ারম্যানের প্রতিশ্রুতি অনুযায়ী বনানীতে আলেশামার্টের কার্যালয়ে যান তারা। তবে কালক্ষেপণ করতে থাকলে পাওনা ফিরিয়ে দেওয়ার দাবিতে একপর্যায়ে স্লোগান দেওয়া শুরু করে শিক্ষার্থীরা।

এ সময় আলেশামার্টের নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিও হয় তাদের। পরে শিক্ষার্থীরা কার্যালয়টির ভেতরে অবস্থান নেন। যদিও শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে আলেশামার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।