জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, যশোর শাখা (অনাবাসিক হিফয ও জেনারেল সেকশন) এর উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেকশন সহকারী আবুল হাসানের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার জনাব মো: মাহফুজুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা: মো: হাফিজুর রহমান, পুরাতন কসবা ডি ইউ কে আই ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো: মাহফুজুর রহমান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ খুলনা জোন-২ এর সিনিয়র সহ: সভাপতি হা: মাও: মো: আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাড: গাজী এনামুল হক, জজ কোর্ট, যশোরের আইনজীবী অ্যাড: রোকনুজ্জামান, অ্যাড: আনোয়ার সাদাত, তানযীমুল উম্মাহ যশোরের অন্যান্য শাখা ও সেকশন প্রধান যথাক্রমে আজমল হোসেন, হাফিজুর রহমান, সাইফুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীল, শিক্ষকমণ্ডলী, অভিভাবকগন, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ বার্ষিক প্রতিযোগিতার বিজয়ী ও কৃতি ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।