আগামী সপ্তাহ থেকে স্কুল-কলেজে সকলস্তরে পুরো দমে স্কুল-কলেজ শুরুর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে স্কুল-কলেজ খোলার বিষয়ে নিয়ে তিনি একথা বলেন। মাউশি মহাপরিচালক বলেন, করোনার কারণে গত দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

যা ভুগিয়েছে শিক্ষার্থীদের। তারা অনেকখানি পিছিয়ে গেছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছি আমরা। সেজন্য দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন পেলেই আশা করছি সামনের সপ্তাহ থেকে স্কুল-কলেজে স্বাভাবিক ক্লাস শুরুর ঘোষণা দিতে পারবো। শিক্ষার্থীদের করোনার টিকা বিষয়ে অধ্যাপক নেহাল আহমেদ বলেন, সব শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় আনা হবে।

তাদের প্রায় সবাই করোনার প্রথম ডোজের টিকা পেয়েছে। আর দ্বিতীয় ডোজের আওতায় এসেছে ১ কোটি ৫ লাখ শিক্ষার্থী। যারা এখনও টিকা পাননি, আশা করছি তাদেরও সামনের সপ্তাহের মধ্যে টিকার আওতায় আনা সম্ভব হবে।

 

কলমকথা/সাথী