![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/6c17108f-50c1-4bd2-9a32-ca9500255c79_nn.jpg)
ধর্মঘট করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট
ধর্মঘট করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট
আঁট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। বুধবার (২৩ মার্চ) সকাল ১০টার পর ইবতেদায়ি শিক্ষকদের তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক এই ধর্মঘটে অংশ নিয়েছেন।
এর আগে, গত সোমবার (২১ মার্চ) স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, রেজিস্ট্রেশন পাওয়া মাদ্রাসাগুলো শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্ত করাসহ ৮ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রথম দিনের মতো অবস্থান ধর্মঘট করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা।
অবস্থান ধর্মঘটে অংশ নেয়া শিক্ষকরা জানান, ১৯৯৪ সালের পরিপত্রে বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর শিক্ষকরা ৫০০ টাকা ভাতাপ্রাপ্ত হতেন। পরবর্তী সময়ে ধাপে ধাপে বেসরকারি প্রাইমারি শিক্ষকদের বেতন ভাতা উন্নীত করে সরকার এবং ২০১৩ সালের ৯ জানুয়ারিতে ২৬ হাজার ১৯৩টি সরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করা হয়েছে।
কিন্তু ৬ হাজার ৮৪৮টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার মধ্যে ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বেতন ভাতা ২০১৩ সালে শিক্ষামন্ত্রী ৫০০ টাকা থেকে ১ হাজার টাকায় উন্নীত করেছেন। বাকি ৫ হাজার ৩২৯ টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা এখনো বিনা বেতনে মানবেতর জীবনযাপন করে শিক্ষাদান চালিয়ে যাচ্ছে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।