জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ছাত্রের দ্বারা র‍্যাগিংয়ের শিকার হয়েছেন এক ব্যাচ জুনিয়র শিক্ষার্থী। তার নাম সাগর চন্দ্র দে। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। গতকাল শনিবার (১২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়টির অগ্নিবীণা হলের ২০৪ নং কক্ষে এ ঘটনা ঘটে বলে জানান আহত শিক্ষার্থী।

তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতনের শিকার ছাত্র সাগর চন্দ্র দে জানান, এদিন বিকেলে ওই কক্ষে সাগরকে রোলিং চেয়ারে জোর করে বসিয়ে ঘোরাতে থাকে চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিক জাহান।

এসময় তাকে বারবার থামাতে বলছিলেন সাগর৷ কিন্তু তার কথায় কান না দিয়ে অনবরত চেয়ারটি জোরে ঘোরাতে থাকে। এক পর্যায়ে ওই চেয়ারটি উল্টে গিয়ে পড়ে যান সাগর। এতে মাথায়, নাকে-মুখে মারাত্মক আঘাত পান তিনি।

এসময় দুটি দাত ভেঙ্গে গিয়ে রক্তক্ষরণ শুরু হলে তাকে উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হল প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন হলের প্রভোস্ট কল্যাণাংশু নাহা।

 

 

কলমকথা/ বিথী