নিরাপদ সড়কের দাবিতে আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর রামপুরায় মানববন্ধন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর ১২টা ২০মিনিট এই মানববন্ধন শেষ হয়।

আজকের আন্দোলন থেকে আগামীকাল রবিবার শাহবাগ থেকে লাশের প্রতীকী মিছিল বের করার কর্মসূচি ঘোষণা করা হয়। বেলা ১২টায় মিছিল বের করার ডাক দেওয়া হয়েছে।

মানববন্ধন থেকে নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ মেহেদী বলেন, ‘আমরা সারা দেশে বাস ট্রেন লঞ্চসহ সব ধরনের গণপরিবহনে হাফ পাস চাই। আস্তে আস্তে সারা দেশে কর্মসূচি ঘোষণা করা হবে।’

তিনি  বলেন, ‘আজকেও আমাদের এক ভাই সড়কে মারা গেছে। নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’