সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন পার্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
২০২২ শিক্ষা বর্ষে (বিভিন্ন ক্যাটাগরিতে) শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচন করা হয়। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক বিদ্যালয় পর্যায়) হিসাবে পার্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ নির্বাচিত হন।
আব্দুর রশিদ ১৯৯৫ সালে বাসগ্ৰাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন,পরবর্তীতে ঐ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থেকে ২০০৯ সালে মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালযয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।
২০১৪ সালে গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি উপজেলার সাধারণ শিক্ষকদের মধ্যে একজন জনপ্রিয় মানুষ হিসাবে নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হিসেবে পর পর চতুর্থবারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শিক্ষক সমাজের নেতৃত্ব প্রদান করে আসছেন।
তিনি পার্বতী বিদ্যাপীঠে যোগদানের পর ঐ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও সম্মানিত শিক্ষক মন্ডলীর সার্বিক প্রচেষ্টায় বিদ্যালয়টিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
এদিকে আব্দুর রশিদ নড়াই সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।