সরকারি বিভিন্ন পেশাজীবীদের পরিচয়পত্র বা আইডি কার্ড থাকলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের আইডি কার্ড ছিল না। অবশেষে আইডি কার্ড পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। তাদের আইডি কার্ড দেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পরিচয়পত্র ইস্যু করবে। ই-প্রাইমারি সিস্টেম থেকে শিক্ষকদের ছবি যুক্ত আইডি কার্ড প্রিন্ট করে শিক্ষকদের দেয়া হবে। এর আগে তা উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা স্বাক্ষর করবেন।
শিক্ষকদের আইডি কার্ড দেয়া প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ই-প্রাইমারি সিস্টেমে সব উপজেলা শিক্ষা অফিসাররা তাদের স্ব স্ব উপজেলার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশের পর ‘শিক্ষক ব্যবস্থাপনা’ মেন্যু থেকে ‘শিক্ষক-শিক্ষিকার আইড কার্ড’ সাবমেন্যুর লিংকে ক্লিক করে উপজেলার যে কোন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ছবি যুক্ত আইডি কার্ডের তালিকা দেখতে পাবেন। তিনি ছবি যুক্ত আইডি কার্ডের তালিকার সঠিকতা যাচাই করবেন। সঠিক থাকলে তা ই-প্রাইমারি সিস্টেমে হালনাগাদ করে প্রিন্ট করবেন। প্রিন্ট করা আইডি কার্ডে স্বাক্ষর করে শিক্ষকদের তা ব্যবহারে জন্য দেবেন।
দৈনন্দিন চলাচলসহ বিভিন্ন কাজে দাপ্তরিক পরিচয়পত্রের ব্যবহার হয়ে থাকে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র না থাকায় সংশ্লিষ্টদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এই অবস্থায় শিক্ষক ও কর্মচারীদের পরিচয়পত্র দেয়ার নির্দেশনা দিয়েছিলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নির্দেশনায় বলা হয়েছিল, প্রধান ও সহকারী শিক্ষকদের পরিচয়পত্র ইস্যু করবেন সংশ্লিষ্ট উপজেলা-থানা শিক্ষা অফিসার। অফিস প্রধানরা তার অফিসে কর্মরত সকলের এবং প্রযোজ্য ক্ষেত্রে তার অধস্তন অফিস প্রধানের পরিচয়পত্র প্রদান করবেন। কর্মস্থল ও বাসস্থানের বাইরে দৈনন্দিন কাজে সার্বক্ষণিক পরিচয়পত্রসহ চলাফেরা করবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।