স্টাফ রিপোর্টারঃ  বর্নাঢ্য আয়োজনে ফুলেল শুভেচছা জানিয়ে নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শিক্ষা জীবনের ধারাবাহিকতায় সংযুক্ত করা হয়েছে।
দীর্ঘ প্রায় ১৭ মাস পর সরকারি সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা মন্ত্রানালয়ের নির্দেশনার আলোকে নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম রবিবার (১২ সেপ্টেম্বর) হতে চালু করা হয়েছে।
বিদ্যালয়ের এডহক কমিটির বিদায়ী  সভাপতি শহীদ মোল্যার উপস্থিতিতে প্রধান শিক্ষক মোঃ আজম খান এর নেতৃত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ বিদ্যালয়ের মেইন গেটে দাঁড়িয়ে শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এসময় মাস্কবিহীন শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এরপর শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য বিধি মেনে শ্রেণীকক্ষে প্রবেশ করিয়ে করোনা প্রসংগ এবং স্বাস্থ্য বিধি বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। পরিশেষে  প্রধান শিক্ষক মোঃ আজম খান পাঠদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।