বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা ২০২২ আগামীকাল ১৯ আগস্ট শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারাদেশে ২৭৫ টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষায় সর্বমোট ৫১ হাজার ২ শত ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
যার মধ্যে ৩২ হাজার ৮ শত ৬০ জন পুরুষ এবং ১৮ হাজার ৩ শত ৬৮ জন নারী। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।
এ পরীক্ষা শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ পরীক্ষা শেষ হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।