বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২২ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে।
প্রকাশিত রুটিন অনুযায়ী প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টায় শেষ এবং বেলা ২টায় শুরু হয়ে ৫টায় শেষ হবে। প্রতিটি পরীক্ষার সময়সীমা তিন ঘণ্টা।
বাউবি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা চলাকালে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখতে পারবেন না। এছাড়া পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যে পরীক্ষাকক্ষ ত্যাগ করা যাবে না।
মূল পরিচয়পত্র ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তত্ত্বীয় পরীক্ষা ২৯ অক্টোবর শেষ হবে। এছাড়া আগামী ৫ নভেম্বরের মধ্যেই ব্যবহারিক পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। তবে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিজ নিজ কেন্দ্র থেকে জেনে নিতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।