বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি (শিক্ষক কর্মচারী ঐক্যজোট ভুক্ত) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন রংপুরের বিশিষ্ট শিক্ষক নেতা, সংগঠক ও রংপুর নগরীর কেল্লাবন্দ আদর্শ বহুমূখী দাখিল মাদ্রাসার সুপার মাও: মোহা: ইনামুল হক মাজেদী।
গত ১২ সেপ্টেম্বর শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভুঁইয়ার সুপারিশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান মাও: মো: দেলোয়ার হোসেন তাকে এ পদে মনোনীত করেছেন।
এছাড়াও রংপুর ও রাজশাহী বিভাগ ভিত্তিক মাদ্রাসা শিক্ষক সমিতির জেলা কমিটি গঠনের লক্ষে কেন্দ্রীয় সহ-সভাপতি মাও: মোহা: ইনামুল হক মাজেদী (রংপুর)কে আহবায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাও: সেকেন্দার আলী (নওগাঁ)কে সদস্য সচিব করে আট সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, মাও: আ.ন.ম রুহুল ইসলাম (কিশোরগঞ্জ, নীলফামারী), মাও: জিয়াউর রহমান ( নিয়ামতপুর, নওগাঁ), মাও: তাজ উদ্দিন খান (বাগমারা-রাজশাহী), মাও: শাহিনুর রহমান (লালমনিরহাট সদর), মাও: মো: এনতাজ আলী চাঁন ( গাইবান্ধা সদর) ও মাও: আবুল কাশেম (রংপুর সদর)।
এছাড়াও গত ৮ সেপ্টেম্বর মোহা: ইনামুল হক মাজেদী (রংপুর) কে আহবায়ক ও মাও: হোসেন সোহরাওয়ার্দী (পীরগাছা) কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট রংপুর জেলা কমিটির অনুমোদন করেন। এদিকে রংপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী, সংগঠক ও শিক্ষক নেতা মাও: ইনামুল হক মাজেদী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর-রাজশাহী বিভাগের আহবায়ক এবং রংপুর জেলা কমিটির আহবায়ক নির্বাচিত হওয়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/সুপার ও শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারা নব-নির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন। একই সাথে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ১৬ দফা দাবীর সাথে সকল শিক্ষক-কর্মচারীদের একত্ত¡তা ঘোষণা করার আহবান জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।