বাংলাদেশ শিক্ষক সমিতির নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে ঐতিহ্যবাহী গোবরা পার্বতী বিদ্যাপীঠে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত কাউন্সিলে বাংলাদেশ শিক্ষক সমিতির নড়াইল সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতির নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি মোঃ হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শিক্ষা অফিসার জনাব এস এম ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরা পার্বতী বিদ্যাপীঠের সভাপতি শ্রী শৈলন্দ্র নাথ সাহা, বাংলাদেশ শিক্ষক সমিতির নড়াইল জেলা শাখার সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান এবং বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মহিদুর রহমান মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে নড়াইল জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান শিক্ষকদের স্বার্থ রক্ষায় এবং শিক্ষার্থীদের উন্নয়নে সর্বদা স্বচেষ্ট থাকার আহবান জানান। এছাড়া পাঠদানের ক্ষেত্রে করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেয়ায় স্বচেষ্ট থাকার আহবান জানান।

বুধবার অনুষ্ঠিত এ কাউন্সিলে নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্ধারিত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে তিন বছর মেয়াদি বাংলাদেশ শিক্ষক সমিতির নড়াইল সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি নির্বাচিত হন গোব্রা পার্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল। এছাড়া প্রধান শিক্ষকদের মধ্য হতে ৫ জন সহ সভাপতি নির্বাচিত হন যথাক্রমে ইন্দ্রজিৎ মন্ডল (তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়), মোঃ আজম খাঁন (শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়), মোঃ লুলু মিয়া (বাহিরগ্রাম মাধ্যমিক বিদ্যালয়), ফেরদৌস হোসেন শিকদার (মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়) এবং ফরিদুল ইসলাম (বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়)। যুগ্ম সম্পাদকপদে প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সহ সম্পাদক পদে সুমন কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক পদে প্রধান শিক্ষক মোঃ আয়ুব হোসেন নির্বাচিত হয়েছেন।
উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে যে তিনজন সিনিয়র প্রদান শিক্ষকদেরকে তারা হলেন যথাক্রমে নিমাই চন্দ্র পাল- ভি সি মাধ্যমিক বিদ্যালয়, ধ্রুব কুমার ভদ্র-সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এবং মোহাম্মদ হায়দার আলী- এবিএস মাধ্যমিক বিদ্যালয়।