১৯৯৬ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)। প্রতিষ্ঠার ২৫ বছরে রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে সিইউডিএস আয়োজন করেছে ডিএনসি সিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২১।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল আসআদ। ‘অন্তরের সীমানা বিস্তারে মুক্তিযুদ্ধ সব্যসাচী চেতনায় অনির্বাণ’

স্লোগান ধারণ করে যুক্তিবাদী চেতনা ও মুক্তবুদ্ধির চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিইউডিএস বিভিন্ন সময় আয়োজন করে এসেছে বিতর্ক কর্মশালা। শুক্রবার (৩ ডিসেম্বর) এ প্রতিযোগিতার প্রথম পর্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শনিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম নগরে চবি চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এ পর্বে থাকবে ফাইনাল রাউন্ড, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।