বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সভার সিদ্ধান্ত অনুযায়ী বাড়ছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি। গুচ্ছ পরীক্ষায় অংশ নেয়ার জন্য আগের নির্ধারিত ফি ৬০০ টাকা এখন দ্বিগুণ করার ঘোষণা দেয়া হয়েছে। মোবাইলে গুচ্ছ পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল পাবেন শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীরাই দ্বিতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পরীক্ষায় অংশ নেবেন। শনিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে বলা হয়েছে শুধু প্রাথমিকভাবে উত্তীর্ণ বা বাছাইকৃত শিক্ষার্থীরাই তাদের মুঠোফোনে ফলাফল জানতে পারবেন।

এ দিকে গুচ্ছ পরীক্ষায় অংশ নেয়ার জন্য আগের নির্ধারিত ফি ৬০০ টাকা এখন দ্বিগুণ করার ঘোষণা দেয়া হয়েছে। অবশ্য এ নিয়ে ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। তারা কোনো মতেই পরীক্ষার ফি বাড়ানো পক্ষে নয়। গুচ্ছ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিকভাবে আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের এ প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শনিবার রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির মিটিংয়ে তৈরিকৃত এ ফল হস্তান্তর করেছে টেকনিক্যাল কমিটি।

শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষার ফি বিষয়ে অধ্যাপক মোনাজ আহমেদ বলেন, আমরা প্রথমে ৬০০ টাকা করে ফি নেয়ার কথা ভেবেছিলাম। কিন্তু শনিবারের মিটিংয়ে ১ হাজার ২০০ টাকা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আবেদনের ফি দ্বিগুণ বাড়ানো হয়েছে কেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক আবেদনে অ্যাপ্লিকেন্ট সংখ্যা অনেক কম। আমরাও বুঝতেছি না যে প্রাথমিক আবেদনের সংখ্যা এত কম কেন।

অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আবেদনকারীর সংখ্যা এবার তুলনামূলকভাবে কম। সেটার অন্য কোনো কারণ থাকতে পারে। সূত্র জানায়, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন পড়েছে তিন লাখ ৬১ হাজার। এর মধ্যে বিজ্ঞান বিভাগে মোট আবেদন করেছেন এক লাখ ৯২ হাজার শিক্ষার্থী, বাণিজ্য বিভাগে মোট আবেদন করেছেন ৫৮ হাজার আর মানবিকে আবেদন করেছেন ১ লাখ সাত হাজার শিক্ষার্থী।