ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঐতিহ্যবাহী জামিয়া গফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসার বেফাক বোর্ডের ১৪৪২-৪৩ হিজরী শিক্ষাবর্ষে মেধাতালিকায় স্থান পেয়েছে ১১ শিক্ষার্থী।
বুধবার (১৮ মে) দুপুর ১২টায় মাদ্রাসার মসজিদে মেধাতালিকায় স্থান পাওয়া ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন অত্রমাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান।
পুরস্কার বিতরণে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হক সাহেব খতিব ও পেশ ইমাম বড় মসজিদ মোমেনশাহী।
বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের মোহতামিম মুফতি মাহমুদুল হক আযিযী সাহেব।
উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সহ-সভাপতি হারিছ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক পুন্নু ভুঞা, সন্মানিত সদস্য বজলুর রহমান, অ্যাডভোকেট হাবিবুল্লাহ মিলন, মাদ্রাসার শিক্ষকবৃন্দ প্রমুখ।
মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্ররা হলেন, শারহুল বিকায়াহ্ বিভাগে মুহা যুবাইর আহমদ, নাহবেমীর বিভাগে মুহা আরমান, ইবতিদাইয়্যাহ বিভাগে মুহা জাহিদুল হক, আবু সাঈদ, সাব্বির হোসেন, এনায়েতুল্লাহ, উবায়দুল্লাহ, রফি উদ্দিন, মাসুদ রানা, শাহিন আলম, এবং মীযান বিভাগে মুহা মোবারক হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।