বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যনিবার্হী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মোঃ আবুল বাসার রনি এবং সাধারণ সম্পাদক হিসেবে হয়েছেন অর্থনীতি ১১ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ লিটন হোসেন মনোনীত হয়েছে। ।

বুধবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ২নং ভবনের একটি গ্যালারী রুমে নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক নবীনবরণ, ইফতার মাহফিল, ও স্নাতকোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আগামী এক বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে এবং নওগাঁ জেলা থেকে আগত বিশ্ববিদ্যালযয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান রিপন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জনিয়ার বিভাগের প্রভাষক ইফ্ফাত আরা বাঁধন, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ এহতেরামুল হক’সহ রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্ঠানটি নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আকাশ কুমার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ নাজমুস সাকিব এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,  নতুন নেতৃত্ব পাওয়া মানেই, নতুন দায়িত্ববোধ। আমাদের উপদেষ্টামন্ডলী, পূর্ববর্তী কমিটির নেত্রীবৃন্দ, সিনিয়র সহ বর্তমানে অধ্যায়নরত সকলের সহায়তা ও পরামর্শ নিয়ে নওগাঁ জেলার শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করব।  বেরোবিতে স্মার্ট জেলা সমিতি হিসেবে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতিকে  রুপান্তরিত করতে চাই।