বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ৪ বছর পর ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। গত ৪ বছর ধরে এ্যাডহক কমিটি দিয়ে চলছিল বিদ্যালয়টি।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একটি কক্ষে ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কমিটির সভাপতি নির্বাচিত করা হয় তেলজুড়ী গ্রামের বাসিন্দা সমাজ সেবক সৈয়দ আলী আহমেদ শাকিরকে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহসভাপতি, ফরিদপুর জেলা পরিষদ সদস্য হাজী আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মুরালী মোহন রায়, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম মুকুল, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, ওয়ার্ড আ’লীগের সভাপতি আলেক শরীফ।
জানা যায়, গত ২৫ আগস্ট ছিল ম্যানেজিং কমিটির সদস্যদের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। ওইদিন মনোনয়ন ফরম জমা দেন কমিটির সদস্য পদে আজিদুল হক সরদার, মোস্তফা শেখ, জাহিদ আহমেদ, ইলিয়াস মোল্যা।
অন্য কেউ মনোনয়ন ফরম জমা না দেওয়ায় সকলে বিনাপতিন্দ্বিতায় বিজয়ী লাভ করেন। কমিটির সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হন সাবিনা বেগম।
শিক্ষক প্রতিনিধি সদস্য নির্বাচিত হন তাহমিনা পারভীন, মশিউর রহমান সিকদার, বিপ্লব কুমার বিশ্বাস। দাতা সদস্য পুরুষ নির্বাচিত হন সৈয়দ আলী আহমেদ জাহির।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।