২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ২ এপ্রিল হওয়ার সিদ্ধান্ত থাকলেও তা পেছানোর দাবিতে দেশের বিভিন্ন বিভাগীয় জেলা শহর গুলোতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অনশন করে ভর্তিইচ্ছু শিক্ষার্থীরা। এনিয়ে গতকাল ১০ই মার্চ, বুধবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রদান করা হয় স্মারকলিপি।

প্রিয় মমতাময়ী মা,
জননেত্রী শেখ হাসিনা;
আমরা এবছরে এইচএসসি পাশ করা শিক্ষার্থী।
আমাদের ভিতরে অনেকেই মেডিকেল,ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি তে ভর্তি হতে ইচ্ছুক।
আপনি লক্ষ করলে উপলব্ধি করবেন যে প্রতি বছর মেডিকেল,ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলো পাশাপাশি সময়ে নেয়া হয়। কিন্তু এবছরে করোনা মহামারির কারনে যেখানে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অনেক পিছিয়ে দেয়া হয়েছে সেই তুলনায় আমাদের মেডিকেল ভর্তি পরিক্ষা অনেক আগেই নেয়া হচ্ছে। এখানে আমাদের এবং ভার্সিটি পরীক্ষাগুলোর মাঝে সময়ের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে।যেটা আমাদের জন্য খুবই সমস্যার কারন হয়ে দাঁড়াবে।আগে যখন সকল ভর্তি পরীক্ষা গুলো পাশাপাশি সময়ে নেয়া হত, তখন অনেকেই সরকারি মেডিকেলে চান্স না পেলে অন্যান্য ভার্সিটিগুলোতে মেডিকেল রিলেটেড সাবজেক্ট এ চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিত।
তার পরে বেসরকারি মেডিকেলে পড়ত কিন্তু আমাদের এবার সে সুযোগ থাকছে না এই সময় বৈষম্যতার কারনে।দেশের ৯১% ভাগ মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী চায় ভর্তি পরীক্ষা পেছানো হোক।
এটা আমার মনগড়া কথা নয়।
আপনি যদি সময় টিভির ভোট দেখেন, তাহলে লক্ষ করবেন যে ৪০ হাজার ভোটের ভিতরে ৩৫ হাজারের উপরে শিক্ষার্থী চেয়েছে পরীক্ষা পেছাতেতাই আপনার কাছে আকুল আবেদন,আমাদের এই ৯১% শিক্ষার্থীর কথা আপনার মমতাময়ী মায়ের মন থেকে ভাবুন।

ইতি
দেশের সকল মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষ থেকে,

মেহেদী হাসান সিজার
(এইচ,এস,সি ব্যাচ ২০২০)