ট্রাকচাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলকে স্মরণ করে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে প্রদীপ নিয়ে শোভাযাত্রা বের করেন কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সদস্যরা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শহিদ হবিবুর রহমান হল সংলগ্ন হিমেলের মারা যাওয়া স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা প্রদীপ রেখে শোক সমাবেশ করেন।
অন্যদিকে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা সন্ধ্যা থেকেই প্রদীপ নিয়ে অপেক্ষা করছিলেন। তারাও দুর্ঘটনাস্থলে প্রদীপ প্রজ্বলন করে সাংস্কৃতিক জোটের সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন। এতে অংশ নেন দুই শতাধিক শিক্ষার্থী।
সমাবেশে শিক্ষার্থীরা হিমেলের নানান স্মৃতি তুলে ধরেন এবং হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন।
এ সময় ছাত্র উপদেষ্টা ড. তারেক নূর, টিএসসিসির পরিচালক প্রফেসর আরিফ হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।