রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ সেশনে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ফল প্রকাশ করা হয়। পাশ করেছে ৩৮ দশমিক ২৩ শতাংশ শিক্ষার্থী।
দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তির পরীক্ষার সমন্বয়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহেদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞান অনুষদের ডিন বলেন, ‘রাবির ‘সি’ ইউনিটের পাসের হার এবার ৩৮ দশমিক ২৩ শতাংশ। পরীক্ষা অংশগ্রহণ করা ৬২ হাজার ৮৩৮ ভর্তিচ্ছুর মধ্যে পাশ করেছে ২৩ হাজার ৯৯৫ জন। চারটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষায় প্রথম শিফটে সর্বোচ্চ ৮৭.৫৫, দ্বিতীয় শিফটে ৯২.৭৫, তৃতীয় শিফটে ৮৪.০৫ এবং চতুর্থ শিফটে ৮৩.৪০ নম্বর পেয়েছে।
এর আগে, গত ২৫ জুলাই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে পরীক্ষা অংশগ্রহণ করেন ৬২ হাজার ৮৩৮ জন। চার শিফটে নেওয়া পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ শতাংশ। ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, ফিশারীজ, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ru.ac.bd) তে প্রবেশ করে ভর্তি পরীক্ষার ফলাফল দেখা যাবে।
কলমকথা/এসএইচ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।