আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৮-তম ব্যাচের নামকরণ করা হয়েছে। ‘অরিন্দম-৬৮’ নামে যাত্রা শুরু করে রাবির এই ব্যাচ। রবিবার (২৬জুন) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ব্যাচের নামকরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

কেক কেটে এবং ব্যানার উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. এম তারেক নুর ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীনের হাত ধরে ব্যাচের নামকরণ করা হয়। এর আগে অনলাইন এবং অফলাইন ভোটিং এর মাধ্যমে ‘অরিন্দম-৬৮’ নাম নির্বাচিত করেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে এম তারেক নুর বলেন, ‘তোমরা যে উদ্দ্যোগ নিয়েছ সেটা আসলেই প্রশংসার দাবীদার। আগামীদিনের প্রোগ্রাম গুলো যেন এমনই সুষ্ঠু ও শৃঙ্খলার সহিত সম্পন্ন করতে পারো তার জন্য শুভকামনা। আগামীতে এরকম সহ-শিক্ষামূলক কর্মকাণ্ডে তোমাদের পাশে থাকার জন্য প্রত্যয় ব্যক্ত করছি।’

অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, ‘তোমাদের এই সমন্বিত উদ্দ্যোগ প্রমাণ করে তোমরা কতটা সংঘবদ্ধ। তোমাদের হাত ধরেই আগামীদিনের নেতৃত্ব তৈরি হবে, যা তোমাদের একই ভ্রাত্বত্তের বন্ধনে একত্রিত করে রাখবে। দেশ জাতি ও দেশের মানুষের কল্যানে অগ্রদূত ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লাবীব শাহ বলেন, ‘ব্যাচের নামকরণের জন্য আমরা গত ০৩-০৬-২০২২ তারিখে সকল ক্লাসপ্রতিনিধিকে চিঠি দেই। যার প্রেক্ষিতে আমরা নামকরণের সিদ্ধান্তে উপনীত হই। একই সাথে গত ১৭ দিন প্রচার প্রচারণাসহ সম্পূর্ন গণতান্ত্রিক ভাবে অনলাইন অফলাইন ভোটিং কার্যক্রমের মধ্য দিয়ে চূড়ান্ত নামকরন ঠিক করা হয়।’

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মহিমা রোজ হিমি জানান, ‘আগামী দিনে আমাদের আরও অনেক কর্ম-পরিকল্পনা আছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে সকল বিভাগের শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমাদের প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অনুরাগ আহসান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন। এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।