বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২১-২২ বর্ষের সামগ্রিক কার্যক্রমের ভিত্তিতে বর্ষসেরা ৩ শাখা এবং বর্ষসেরা ৩ সংগঠকের নাম প্রকাশ করা হয়েছে।

বর্ষসেরা শাখাগুলো হলো  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়। বর্ষসেরা সংগঠক হয়েছে ইমরান হুসাইন(জগন্নাথ বিশ্ববিদ্যালয়),এস এ এইচ ওয়ালিউল্লাহ (ইসলামী বিশ্ববিদ্যালয়) এবং  মোঃরাফছান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।

শনিবার (২৩ জুলাই) রাতে সংগঠনটির
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি মারজুকা রায়না ও বিদায়ী সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে
শনিবার (২৩ জুলাই) রাতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম এবং সাংবাদিক আশফাকুজ্জামান। সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি মারজুকা রায়না।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।