শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ মার্চ থেকে শুরু হবে।
এর আগের দিন ২০ মার্চ দুই ধাপে অনুষ্ঠিত হবে নবীনবরণ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
রেজিস্ট্রার বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুই ধাপে নবীনবরণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের এবং দুপুর ২টায় ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।