বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে হরিজন শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় নগরভবনের সিটি হল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে হরিজন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রণোদনা প্রদান করা হয়েছে।

এদিন ২৫জন হরিজন শিক্ষার্থীকে শিক্ষা প্রণোদনা প্রদান করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপ সিটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১ম মেহজাবিন, ২য় কথা, ৩য় আয়মান মাহির।

খ গ্রুপে প্রথম শ্রেণি হতে তৃতীয় শ্রেণিতে ১ম সায়ন্তনী প্রামানিক ২য় দিপ্ত চৌধুরী ৩য় তাসনিমা মাহফুজ, গ গ্রুপে চতুর্থ শ্রেণি হতে সপ্তম শ্রেণিতে ১ম অর্পিতা প্রামানিক নোশীন, ২য় মোসাঃ সামিরা খানম ৩য় রাকসান অহিয়ান জাওয়াদ।

প্রতিযোগিতার বিচারক ছিলেন রাজশাহী আর্ট কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার, সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুবিনা আনিস।

 

কলমকথা/ বিথী