রংপুরের গঙ্গাচড়ায় (হরিজন) সম্প্রদায়ের মেয়ে ভারতী রানী ঢাকা নার্সিং কলেজের প্রভাষক হিসেবে যোগদান করায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ভারতী রানী গঙ্গাচড়া বাজার এলাকার বাসিন্দা,বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবু রাজকুমার বাসফোর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী সুখাপতি বাসফোরের মেয়ে।
গতকাল রবিবার বিকালে গঙ্গাচড়া বাজার বাসফোর হরিজন দুর্গামন্দির প্রাঙ্গণে বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদ এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপির অভিনন্দন ও শুভেচ্ছা ক্রেস্ট ভারতী রানীর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ, এমপির প্রতিনিধি মমিনুর ইসলাম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু।
এছাড়া বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদ এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন হরিজন মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় চেয়ারম্যান বাবু সুদর্শন কুমার বাসফোর তিথিল, হরিজন কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব বাবু জগদীশ চন্দ্র বাসফোর, সহপ্রচার সম্পাদক বাবু পার্থ বাসফোর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ শামীম, উপজেলা জাপার সভাপতি নুর আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ডাস এর পরিচালক চান মিয়া, আওয়ামী ওলামা পরিষদের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আব্দুস ছোবহান পীর সাহেব,সাংবাদিক, আব্দুল আলীম প্রামাণিক,সবুজ মিয়া প্রমূখ।
হরিজন কল্যাণ পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি বাবু মন্টু বাসফোর এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করেন প্রভাষক ভারতী রানীর পিতা বাবু রাজকুমার বাসফোর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আব্দুল বারী স্বপন। অনুষ্ঠানে হরিজন সম্প্রদায়ের ব্যাক্তিবর্গ, সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।