দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মচারীর হামলায় ৫ জন শিক্ষক গুরুতর আহত হওয়ার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০২ এর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের উপর কর্মচারী তাজুলের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, অভিযুক্ত তাজুলকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করতে হবে, তিন কার্যদিবসের মধ্যে ঘটনার তদন্ত শেষ করতে হবে এবং সাতদিনের মধ্যে দাবি তিন কার্যকর করতে হবে এমন দাবিসহ মোট ৭ টি দাবি পেশ করেন। পরে উক্ত দাবিগুলো স্মারকলিপি আকারে প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর প্রেরণ করা হয়।
মানববন্ধন উপস্থিত সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ফারাবি ইমন বলেন, আমাদের স্যারদের উপর যে হামলা হয়েছে এবং তা কার মদদে হয়েছে
এটা এখনো আমরা এখনো নিশ্চিত নই । প্রশাসন এই ব্যাপারে দ্রুত তদন্ত করবে বলে আশা করছি । তদন্ত না হওয়া পর্যন্ত আমাদের বিভাগের সকল কার্যক্রম স্থগিত থাকবে। এমনকি আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক তদন্ত রিপোর্ট না দিলে আমরা ফ্যাকাল্টি অবরোধের কর্মসূচি ঘোষনা করা হবে।
এইসময় উপস্থিত একই অনুষদের আরেক বিভাগ যন্ত্রপ্রকৌশল বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাকিব সেলিম বলেন, স্যারদের সাথে যে ন্যাক্করজনক ঘটনা ঘটেছে ফ্যাকাল্টির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ আমরা সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের সাথে সবসময় আছি এবং থাকবো।
এদিকে অধ্যাপক ড. কামাল উদ্দীন সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, ১৬ নভেম্বর (বুধবার) সকালে ইঞ্জিনিয়ারিং অনুষদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস কক্ষে ঢুকে ধারালো অস্ত্র ও কাঁচ দিয়ে উপস্থিত বিভাগীয় শিক্ষকদের মারাত্মকভাবে আহত, জখম ও রক্তাক্ত করেন ওই বিভাগেরই অফিস সহায়ক মো. তাজুল ইসলাম । পরে পাঁচ শিক্ষককে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।