জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় প্রত্নতত্ত্ব বিভাগকে ৩৭ রানে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে ভূগোল ও পরিবেশ বিভাগ।

শুক্রবার (১০ জুন) দুপুর সোয়া ১ টায় শুরু হওয়া ম্যাচটিতে প্রত্নতত্ত্ব বিভাগ টচে জিতে ভূগোল ও পরিবেশ বিভাগকে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ১০ ওভারে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১৭ রানের টার্গেট দেয় ভূগোল ও পরিবেশ বিভাগ।জবাবে ব্যাটে নেমে ১০ ওভারে ৮ ইউকেট হারিয়ে ৭৯ রান করে প্রত্নতত্ত্ব বিভাগ।ফলে ৩৭ রানে জয়লাভ করে ভূগোল ও পরিবেশ বিভাগ।

ম্যাচটিতে ৫৮ রানের সর্বোচ্চ রান করেন ভূগোল ও পরিবেশ বিভাগের খেলোয়াড় অনিক দাস। সবচেয়ে বেশি উইকেট নেন ভূগোল ও পরিবেশ বিভাগের শুভ মাহমুদ। তিনি ৩ টি শিকার করেন।

ম্যাচের অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের খেলোয়াড় আরিফুল আলম কুরেশি বলেন, ‘ আজকের ম্যাচে আমরা টিম হিসেবে অনেক ভালো খেলেছি। অনিক ভালো ব্যাটিং করেছে, বোলিং এ ও দারণ হয়েছে, বিশেষ করে শুভ ভালো করেছে।সব মিলিয়ে দিনটা আমাদের ছিলো।’