রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের ৪ বাবুর্চি করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে গত চারদিন ধরে বন্ধ রয়েছে ওই হলের ডাইনিং।
গতকাল সোমবার (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এইচ এম মাহবুবুর রহমান জানান গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) প্রধান ও সহকারী বাবুর্চিসহ ৪ জনের করোনা শনাক্ত হয়।
শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে সাময়িকভাবে ডাইনিং এর খাবার সরবরাহ বন্ধ রেখেছি। তারা সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। দু’সপ্তাহ পর তারা আবার টেস্ট করাবেন এবং নেগেটিভ আসলে আবারো ডাইনিং খুলে দিবেন বলে জানিয়েছেন তিনি।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।